
HG Svarat Mukunda Prabhu
স্বরাট মুকুন্দ প্রভু ২০১১ সালে ইসকনে যোগদান করেন এবং ২০১২ সালে শ্রীমদ্ জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষা লাভ করেন। ২০২২ সালে তিনি ব্রাহ্মণ দীক্ষা লাভ করেন। ইসকনে তিনি বিবিটি, মায়াপুর ইনস্টিটিউট, জেপিএস আর্কাইভসে অনুবাদক এবং ভক্তিবৃক্ষের প্রচারকের মতো বিভিন্ন সেবায় নিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি মায়াপুর ইনস্টিটিউটে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ইসকন শিষ্য কোর্স পড়ানোর জন্য শিক্ষক হিসেবে যোগদান করেছেন।